ON THE WAYসম্পর্কে
On the Way - নারী হোক উদ্যোক্তা প্ল্যাটফর্মটি সকল নারী উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের জন্য। অন দ্য ওয়ে কুইন অ্যাপে বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে নারীরা প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন। নারী উদ্যোক্তারা অন দ্য ওয়ে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে পারেন। অন দ্য ওয়েতে নারীরাও ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। অন দ্য ওয়ে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ সেশন রয়েছে। এই প্ল্যাটফর্মটি নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করতে ক্যাম্পাস ভিত্তিক সেমিনার স্টুডেন্ট টু কুইন নিয়ে এসেছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যারিয়ার ক্লাবের সাথে অন দ্য ওয়ে-এর স্টুডেন্ট টু কুইন সেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই অন দ্য ওয়ে আইসিটি মন্ত্রণালয়ের আইডিয়া প্রকল্প এবং আমেরিকান প্রতিষ্ঠান থেকে অর্থায়ন পেয়েছে ।
On the Way - নারী হোক উদ্যোক্তা এর অংশ হিসেবে, আমাদের লক্ষ্য হল নারী উদ্যোক্তাদের সাথে বাংলাদেশের যেকোনো জায়গায় ব্যবসায়িক কাজকে সহজ করা।